মালদা

গাজোল থানার আলামপুর এলাকায় তেল ট্যাঙ্কারে পিষ্ট হয়ে মৃত এক কৃষক

তেল ট্যাঙ্কারে পিষ্ট হয়ে মৃত্যু হল এক কৃষকের। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে গাজোল থানার আলামপুর এলাকায়। ঘটনার খবর পেয়ে গাজোল থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। 

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রমেশ সোরেন(২৫), পেশায় কৃষক। বাড়ি পুরাতন মালদা এলাকায়। এদিন রমেশ ও তার স্ত্রী ফুলেনদেবী বাস্কে আলামপুরের হাটে যাচ্ছিল। যাবার সময় আলামপুরের দিক থেকে আসা একটি তেলের ট্যাঙ্কার রমেশকে পিষ্ট করে। ঘটনায় তৎক্ষণাৎ মৃত্যু হয় রমেশের। ঘটনার খবর দেওয়া হয় গাজোল থানায়। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা দাবী তুলেছে, যে সেখানে নিরাপত্তা ব্যবস্থা নেয়, নেই ট্র্যাফিক পুলিশ। ফলে হাটের দুদিন রাস্তায় ভিড় লেগে থাকার কারণে এলাকায় দুর্ঘটনা হয়। পরে গাড়ি চালক গোপাল মাহাত সহ গাড়িটি আটক করে গাজোল থানায় নিয়ে যায় পুলিশ।  

এবিষয়ে স্থানীয় বাসিন্দা বিশ্বনাথ টুডু অভিযোগ করে বলেন, এই জায়গায় ট্র্যাফিক ব্যবস্থা না থাকায় দুর্ঘটনা ঘটে। এদিন ওই দম্পতী বাজারে যাচ্ছিল। সেই সময় রাস্তা দিয়ে যাওয়া তেল ট্যাঙ্কার রমেশ সোরেনকে পিষে দেয়। পরে স্থানীয়রা গাজোল থানায় খবর দেয়। গাড়িটিকে আটক করা হয়েছে বলে তিনি জানান। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 

https://www.youtube.com/embed/RreXfp99hxM